গোপালগঞ্জে কোনো গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
দেশে এখন
0

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘গোপালগঞ্জের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। বর্তমানে সেখানে কারফিউ তুলে নেয়া হয়েছে এবং ধাপে ধাপে ১৪৪ ধারাও তুলে নেয়ার প্রস্তুতি চলছে।’

আজ (রোববার, ২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জে কোনো গণগ্রেপ্তার হচ্ছে না। সময় ও পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। সাম্প্রতিক হরতালেও আগের মতো বড় ধরনের কোনো নাশকতা হয়নি।’

এসময় এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এনএইচ