আজ (রোববার, ২০ জুলাই) দুপুরে সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোপালগঞ্জে কোনো গণগ্রেপ্তার হচ্ছে না। সময় ও পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। সাম্প্রতিক হরতালেও আগের মতো বড় ধরনের কোনো নাশকতা হয়নি।’
এসময় এই আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।