নিহতের মধ্যে সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা হাসপাতালে ২ জন, বার্ন ইনস্টিটিউটে ২ জন, লুবনায় ২ জন, উত্তরা আধুনিক হসপিটালে ১ জন এবং ঢামেকে ১ জন রয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে মোট ১৫০ জন। বিমানের পাইলট সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধানী অবস্থান মারা গেছেন।
দুর্ঘটনায় গুরুতর দগ্ধ প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। আজ (সোমবার, ২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে এই বিমানটি বিধ্বস্ত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়েছে। তিনি বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।’
দুর্ঘটনাস্থলের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমে পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।