এ সময় তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা খুবই শোকাহত। সরকার এরইমধ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একইসঙ্গে, বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সেটিও খতিয়ে দেখা হবে।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, প্রায় দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে ৭০ জন দগ্ধ অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।