বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী
দেশে এখন
0

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) হতাহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা জানান জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, আহতদের জন্য জামায়াতের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। 

এ সময় রক্ত সংগ্রহ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন তিনি। 

এছাড়া আগামীতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রাষ্ট্রকে বহুমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।

সবশেষ খবরে জানা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন।

আজ দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। আইএসপিআরের তথ্য অনুযায়ী, এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

সেজু