মাইলস্টোন ট্র্যাজেডিতে বিসিবির শোক দিবস পালন

বিসিবির শোক
এখন মাঠে
দেশে এখন
0

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় শোক দিবস পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং বিসিবির সকল ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়াও আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। উভয় দলের খেলোয়াড়, অফিসিয়াল এবং ম্যাচ কর্মকর্তারা কালো ব্যাজ পড়ে মাঠে নেমেছেন।

ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ খেলা চলাকালীন ভেন্যুতে কোনো গান বাজানো হবে না। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো এবং এই শোকের সময় জাতির সাথে সংহতি প্রকাশ করছে বিসিবি।—প্রেস বিজ্ঞপ্তি

এএইচ