এর আগে, আজকের আলোচনার শুরুতে মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
শোক প্রস্তাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ আলোচনায় অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং কমিশনের সদস্যরা স্বাক্ষর করেন।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘গত বছর এই সময় আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলাম। এক বছর পরে আজ এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকে মুহ্যমান হয়ে আছে পুরো জাতি। কোনো ক্ষতিপূরণই এ হৃদয় বিদারক ঘটনার জন্য যথেষ্ট নয়, তবুও আমরা সরকারের কাছে সুস্পষ্ট ভাবে আহ্বান জানিয়েছি, নিহতের পরিবারদের যেন যেকোনো মূল্যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং এই দুর্ঘটনার যথাযথ তদন্ত করার আহ্বান আমরা জানিয়েছি। ভবিষ্যতে এ রকম পরিস্থিতি যেন আর কখনও না হয়, সেটা যেন রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।’
রাষ্ট্রীয় দুর্যোগের সময় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ রকম একটি সংকটময় মুহূর্তে আমরা যেন নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, যারা আহত হয়েছেন ও যে সমস্ত পরিবার সন্তান ও পরিজন হারিয়েছেন তাদের পাশে দাঁড়াতে।
এর আগে, এ ভয়াবহ দুর্ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গতকাল জরুরি ভিত্তিতে সাংবাদিকদের ব্রিফিং করে বৈঠক স্থগিত করে কমিশন।
উল্লেখ্য, আজকের আলোচ্যসূচিতে রয়েছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব-সর্বশেষ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত বিষয়সমূহ।
এসময় দলীয় প্রধান প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে কমিশনের প্রস্তাব জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে কিন্তু কিছু দল এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছেন। সে সমস্ত দল ও জোট জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবে।’
ঐকমত্যে পৌঁছাতে সকলের সহায়তা কামনা করে তিনি সময়ের স্বল্পতা বিবেচনায় জরুরি ভিত্তিতে আলোচনার মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে একটি জাতীয় সনদ উপস্থিত করার আশাবাদ ব্যক্ত করেন।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করছে কমিশন। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।—বাসস