মাইলস্টোন ট্র্যাজেডি: বার্নে ভর্তি ৪৪ জনের মধ্যে সংকটাপন্ন ৮, গুরুতর ১৩ জন

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন
দেশে এখন
1

মাইলস্টোন ট্র্যাজেডিতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন। এছাড়া ১৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। আজ (বুধবার, ২৩ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের মূল কাজ ছিল সিঙ্গাপুরের একজন কনসালটেন্টের সঙ্গে আমাদের কাজের সমন্বয় করা। বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’

অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, ‘প্রত্যেক রোগীর আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করা নিয়ে কথা বলা হয়েছে। সিঙ্গাপুরের প্রতিনিধি দল কতদিন থাকবে এটা প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা সিদ্ধান্ত নিব।’

তিনি আরও জানান, প্রতি ১২ ঘণ্টা পরপর চিকিৎসকদের বোর্ডের আলোচনা চলবে। শুধু বার্নে আসার পর ১১ জনের মৃত্যু হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এসএইচ