ভারতের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত এই দলটি বুধবার রাতে ঢাকায় পৌঁছায়। দুই প্রতিষ্ঠানই বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভারতের অন্যতম সেরা হিসেবে পরিচিত।
বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকার এই চিকিৎসক দল পাঠিয়েছে। চিকিৎসকদের এই দলটি বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন এবং বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে পরামর্শ দিচ্ছেন।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবেই এই মানবিক সহায়তা দেয়া হয়েছে।
এদিকে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত মোট ৪৫ জন এখানে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে ৮ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন।