বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় শিক্ষিকা মাহরিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী এবং বিজিবি পরিচালিত রংপুর ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
এসময় ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শিক্ষিকা মাহরিন চৌধুরীসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সেক্টর কমান্ডার বলেন, ‘ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন শিক্ষিকা মাহরিন চৌধুরী। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হওয়ার পরও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদের প্রাণে বাঁচানোর জন্য। তার এ মহান আত্মত্যাগ তার মানবিকতা, তার সাহসিকতা পুরো জাতিকে অনুরণিত করেছে।’
তিনি বলেন, ‘এ মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা বিজিবি পরিবারও গভীরভাবে শোকাহত, মর্মাহত এবং বাকরুদ্ধ। বিবেকের তাড়নায় সাড়া দিয়ে বিজিবি পরিচালিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা আজ এখানে সমবেত হয়েছি এই মহান-মহীয়সী শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য।’
তিনি আরও বলেন, ‘মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষক নন, তিনি মানবতার এক মূর্ত প্রতীক। তিনি তার মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন— সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ। তিনি প্রমাণ করে গেছেন, শিক্ষকতা শুধু একটা পেশা নয়, এটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার সদা সমুজ্জ্বল একটি মহান ব্রত। এই মহীয়সী ও অকুতোভয় শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা গর্বিত।’