কেন্দ্রীয় ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো
রাজনীতি
দেশে এখন
0

কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ (রোববার, ২৭ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ।

সভাপতি রিফাত রশিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অপকর্ম হচ্ছে। এসব বরদাশ্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, এসব অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।’

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।’

রিফাত রশিদ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো ঘটনার দায় স্বীকার করে সারাদেশের কমিটি স্থগিত করা নজিরবিহীন।’

সেজু