জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হঠাৎ আগুন আতঙ্ক

আগুন আতঙ্কে বেরিয়ে যান রাজনীতিবিদরা
দেশে এখন
1

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের শাপলা হলে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের সংলাপ। আজ (সোমবার, ২৮ জুলাই) এ বৈঠকে দুপুর সোয়া ১২টার পরে হঠাৎ করে বেজে উঠে ফায়ার অ্যালার্ম।

এতে উৎকণ্ঠিত হয়ে পড়েন সংলাপে অংশ নেয়া সকলে। অ্যালার্ম বাজার কিছুক্ষণের মধ্যে সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেন, ‘এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদের কিছু সময়ের জন্য বের হতে হবে।’

এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। নেতারা মূল ভবন ছেড়ে বাইরে চলে যান। ১২টা ২৫ মিনিটের দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়ে যায়। ফায়ার এলার্ম বেজে ওঠায় প্রায় ২৫ মিনিট বৈঠক স্থগিত থাকার পর ঐকমত্য কমিশনের সভা ফের শুরু হয়।

এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্ত করার আলোচনা থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করে বিএনপি। দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনার শুরুতেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৈঠক থেকে বের হয়ে যান।

দলটি আগেই বলেছিল এ বিষয়ে আলোচনায় তারা অংশ নেবে না। তবে কিছু সময় পর বিএনপির প্রতিনিধিদল আবার আলোচনায় যোগ দেয়। প্রস্তাবিত সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি অংশ নেবে না বলে আগেই জানিয়েছিল।

এনএইচ