সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টির পূর্বাভাস

বজ্রপাত
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ (সোমবার, ২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এ পূর্বাভাসে আরও জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনরায় ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এসএইচ