আজ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩তম সভা শুরু হয়।
সভার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, ‘এখন পর্যন্ত দ্বিমতসহ ১৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। আজ অমীমাংসিত সাতটি বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
এসময় আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নিবে। এসময় জাতীয় ঐকমত্য কমিশন অনুঘটকের কাজ করবে।’
আরও পড়ুন:
পরবর্তী সময়ে প্রয়োজনবোধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে বলেও জানান তিনি।
আজকের আলোচনার সাতটি বিষয় হলো-
১. সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান।
২. উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার ইত্যাদি
৩. রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি
৪. রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব [অনুচ্ছেদ ৪৮(৩)]
৫. তত্ত্বাবধায়ক সরকার
৬. নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব
৭. রাষ্ট্রের মূলনীতি