জুলাই ঘোষণাপত্র ও সনদ পাওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফের আশাবাদ

ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
দেশে এখন
0

৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র এবং ৮ আগস্ট জুলাই সনদ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শনিবার, ২ আগস্ট) রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই অভ্যুত্থান পরবর্তী সংকট ও সমাধান নিয়ে আলোচনায় একথা জানান তিনি।

তিনি বলেন, ‘অভ্যুত্থানের মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তারা এখন রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করতে শিখেছে। রাজনৈতিক বিভাজনের কারণে যেসব সংস্কার প্রয়োজন তা বাধাগ্রস্ত হচ্ছে।’

এছাড়া গত আগস্টে ঘটনা সমূহ দ্রুত পরিবর্তনের কারণে ছাত্রদের পক্ষ থেকে কোন নির্দিষ্ট রূপরেখা দেওয়া সম্ভব হয়নি বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

এএইচ