ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারির ঘটনায় এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

ফ্লাইট এক্সপার্টের বন্ধ ওয়েবসাইট
আইন ও আদালত
দেশে এখন
0

দেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারির ঘটনায় এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন বিপুল নামে এক ভুক্তভোগী। গ্রেপ্তারকৃতরা হলেন সাকিব হোসেন (৩২), সাইদ আহমেদ (৪০), এবং এ কে এম সাদাত হোসেন (৩২)। বাকি দুইজনকে ধরতে অভিযান চলছে।

মামলার সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২ আগস্ট) হঠাৎ করেই ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সিগুলোর মধ্যে পড়ে চরম বিভ্রান্তি। প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার দাবি, মালিক পক্ষ দেশ ত্যাগ করেছে, আর রেখে গেছে কোটি কোটি টাকা পাওনার অন্ধকার ভবিষ্যৎ।

এএইচ