অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব শ্রেণি-পেশার মানুষ। দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালার সূচনা হয়। উদ্বোধনী পরিবেশনায় সাইমুম শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেন রচিত ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি, যা উপস্থিত দর্শকদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
রাত ৮টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। আয়োজকেরা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক। তারা আরও জানান, এ উৎসবে যেকোনো শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন:
অনুষ্ঠানটি আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।
আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঢাকায় এসেছেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ উপলক্ষে সরকারি খরচে একাধিক ট্রেন ভাড়া করে অংশগ্রহণকারীদের ঢাকায় আনা হয়েছে।