আজ (বুধবার, ৬ আগস্ট) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টিপারপাস হলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ‘সরকার পতনের পর থেকে একটি পক্ষ নিজেদের দেশের মালিক মনে করছে।’
বক্তারা আরও অভিযোগ করেন- জুলাই ঘোষণাপত্রে আলেম সমাজকে উপেক্ষা করা হয়েছে। নির্বাচনের আগে সব প্রার্থীকে সমান সুযোগ ও মর্যাদা দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।