জুলাই ঘোষণাপত্রে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই বলে: এটিএম মাসুম

মাওলানা এটিএম মাসুম
দেশে এখন
0

জুলাই ঘোষণাপত্রে কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি জানান, নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানানো হলেও প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড এখনও দৃশ্যমান নয়। তাই ঘোষণা পত্র পুনরায় পরিমার্জন করে জনগণের সব চাওয়া পাওয়া নিশ্চিত করার দাবি জানান তিনি।

আজ (বুধবার, ৬ আগস্ট) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টিপারপাস হলে বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ‘সরকার পতনের পর থেকে একটি পক্ষ নিজেদের দেশের মালিক মনে করছে।’

বক্তারা আরও অভিযোগ করেন- জুলাই ঘোষণাপত্রে আলেম সমাজকে উপেক্ষা করা হয়েছে। নির্বাচনের আগে সব প্রার্থীকে সমান সুযোগ ও মর্যাদা দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।

এসএস