আজ (শুক্রবার, ০৮আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘হলগুলোতে ছাত্র সংগঠনগুলো আহ্বায়ক কমিটি ঘোষণা করায় সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত।’
আগের মতো ক্যাম্পাসে দখলদারিত্ব, লেজুড় ভিত্তিক ছাত্র রাজনীতি ফেরানো হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আব্দুল কাদের।
আগামীতে ক্যাম্পাসে কোন ধরনের ছাত্র রাজনীতি কার্যক্রম চলবে সেটা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ঠিক করতে হবে বলেও জানান তিনি।