‘আসন্ন নির্বাচনে ভূমিকাই জনপ্রশাসনের কর্মকর্তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে’

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া
দেশে এখন
0

অন্তর্বর্তী সরকারের সময়ে কোন প্রতিষ্ঠানে দলীয়করণের চাপ নেই দাবি করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া বলেছেন, আসন্ন নির্বাচনে ভূমিকাই জনপ্রশাসনের কর্মকর্তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে জনপ্রশাসনের নতুন ইমেজ তৈরি করতে হবে কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

আজ (শুক্রবার, ৮ আগস্ট) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এসব কথা বলেন।

সেমিনারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান জানান, প্রশাসনের জবাবদিহিতা বাড়াতে ২৩টি সুপারিশ বাস্তবায়ন হবে ডিসেম্বরের মধ্যেই, আর ৬টি সুপারিশ এরইমধ্যেই বাস্তবায়ন হয়েছে।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ উদ্দিন খান বলেন, ‘অভ্যুত্থানের পর ইচ্ছে করলেই আর জবাবদিহিতা থেকে পার পাওয়া যাবে না।’ সেবা দিতে মাঠ প্রশাসনকে শক্তিশালী করার পরামর্শ দেন তিনি।

সেজু