যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা নষ্ট করছে তাদের প্রতিরোধের আহ্বান আনু মুহাম্মদের

আনু মুহাম্মদ
দেশে এখন
0

পুরনো স্বৈরাচারের পথ অনুসরণ করে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নষ্ট করছে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। আজ (শনিবার, ৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির সমাপনী সমাবেশে এ আহ্বান জানান।

একবছর পার হলেও শহিদের পরিষ্কার একটা তালিকা প্রকাশ না হওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন তিনি। জুলাই পরবর্তী সময়ে বিচারের নামে যে মামলা বাণিজ্য হচ্ছে তা পুরো বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে।

সরকারের বিভিন্ন আয়োজনে মনে হয় শহিদ ও আহতদের জন্য অনেক কিছু করছে সরকার। কিন্তু আসলে কিছুই করছে না বলেও মন্তব্য করেন। সমাবেশে জুলাই শহিদদের হাতে স্বারক তুলে দেন অধ্যাপক আনু মুহাম্মদ।

এসএস