‘ফরাসি-ইরানি বিপ্লবকে ছাপিয়ে বাংলাদেশ রেভুলেশন বিশ্বে নতুন বেঞ্চমার্কে পরিণত হয়েছে’

সম্পাদক ড. মাহমুদুর রহমান
দেশে এখন
0

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ফরাসি ও ইরানি বিপ্লবকে ছাপিয়ে বাংলাদেশ রেভুলেশন বিশ্বে নতুন বেঞ্চমার্কে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘ব্যক্তিপূজার মাধ্যমে গত ১৬ বছর ইতিহাস বিকৃত করে বাংলাদেশকে একটি দেশের উপনিবেশে পরিণত করার চেষ্টা হয়েছে।’

আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের যুব উন্নয়ন সংস্থা আয়োজিত 'তারুণ্যের গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও উত্তরণে যুব তরুণদের ভূমিকা' শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মহান জুলাই বিপ্লব তরুণরাই করেছে, যারা বাংলাদেশের বিপ্লবের ভ্যানগার্ড ছিলেন। রাষ্ট্রীয় শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা।’

ড. মাহমুদুর রহমান আরও বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশ একটি শোষণ ও বৈষম্যমুক্ত দেশে রূপ নিতে পারেনি। বিপ্লবকে নস্যাৎ করতে নানাভাবে জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তরুণদের বিপথগামী না হওয়ার আহ্বান জানান তিনি।’

এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী আমলে দেশের সংস্কৃতি বিনষ্ট করারও চেষ্টা চালানো হয়েছে।

সেজু