‘এখন এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে তা হবে ব্যবসায়ীদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত’

এলডিসি গ্রাজুয়েশন: সাম অপশনস ফর বাংলাদেশ শীর্ষক সেমিনার
দেশে এখন
0

এখন এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে তা হবে ব্যবসায়ীদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আইসিসিবির সহ-সভাপতি একে আজাদ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত এলডিসি গ্রাজুয়েশন: সাম অপশনস ফর বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

এসময় বক্তব্যে তিনি বলেন, ‘ভঙ্গুর অর্থনীতি থেকে এখনো আমরা বের হতে পারিনি। তাই এলডিসিতে যাওয়া ভালো হবে না।’

তিনি বলেন, ‘আমাদের গ্যাস নেই, আমদানি করতে হচ্ছে।’

অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলেন, ‘বিশ্ব বাণিজ্যে সামনে এগিয়ে যেতে সবাই মিলে কাজ করতে হবে। চেষ্টা এমন থাকতে হবে যাতে সঠিকভাবে সামনে এগিয়ে যাওয়া যায়।’

অন্য বক্তারা জানান, তৈরি পোশাকসহ অন্যান্য রপ্তানি পণ্যে জিএসপি প্লাসের মতো বাণিজ্য সুবিধা নেওয়া উচিত।

সেজু