বিদেশে বাংলাদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

জানানো হয়েছে টেলিফোনে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দেশে এখন
0

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়—এমন খবর জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানায়, বিষয়টি কোনো লিখিত আদেশ বা সরকারি বিজ্ঞপ্তি আকারে পাঠানো হয়নি। কূটনৈতিক সূত্র বলছে, টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এ বিষয়ে জানানো হয়েছে। পরে তাদের নির্দেশ দেয়া হয়েছে অন্য মিশনগুলোকেও বিষয়টি পৌঁছে দিতে এবং তদারকির দায়িত্ব নিতে।

আরও পড়ুন

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানান, ঢাকা থেকে সরাসরি তাদের ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি নামাতে হবে। যদিও লিখিত কিছু আসেনি, তবে বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করতে এবং আশপাশের মিশনগুলোকেও জানাতে।

অন্য এক কূটনীতিক জানান, তাদের অঞ্চলে নিযুক্ত রাষ্ট্রদূত সরাসরি খবরটি দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে কাছাকাছি মিশনগুলো থেকেও বার্তা পৌঁছেছে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের একাধিক মিশন জানায়, এখনো সবাইকে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ দেয়া হয়নি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা এরইমধ্যে সরকারের কাছ থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা পেয়েছেন।

এনএইচ