সাইবার বুলিংয়ের বিষয়ে সচেতন হতে পরামর্শ দিলেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
শিক্ষা
দেশে এখন
0

সাইবার বুলিংয়ের কারণে ভবিষ্যৎ ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকালে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় সাইবার লিটারেসি ও মিডিয়া লিটারেসিতে দীক্ষিত হতে তরুণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেস সচিব।

অরিয়েন্টেশন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক কলেজের শিক্ষার্থীরা। তাদের উদ্দেশে প্রেস সচিব বলেন, ‘অনলাইন হ্যারেসমেন্ট কিংবা সাইবার বুলিং করলে ভবিষ্যৎ ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম এস আমানুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের কর্মমুখী করতে ফ্রিল্যান্সিংসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে তার দপ্তর।’

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কলেজের অডিটোরিয়াম ও লাইব্রেরির নাম চব্বিশের অভ্যুত্থানে শহিদদের নামে নামকরণ করতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানে তরুণরা যে সাহসিকতা দেখিয়েছেন তা অভূতপূর্ব।’ এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ও সৃজনশীল শিক্ষা পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন তারা।

অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

ইএ