পিআর পদ্ধতিতে নির্বাচন করতে ‘জবরদস্তি’ করা অযৌক্তিক: নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান
দেশে এখন
1

পিআর পদ্ধতিতে আসন্ন নির্বাচন করার জন্য মানুষকে ‘জোর’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (বুধবার, ২০ আগস্ট) পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের সময় তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন করা নিয়ে অনেক আলোচনা হলেও এটি কীভাবে বাস্তবায়ন করা হবে তা জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরা হচ্ছে না।’

পৃথিবীর বিভিন্ন দেশে পিআর বিভিন্নভাবে অনুশীলন হয় তবে বাংলাদেশে কী পদ্ধতিতে এটি বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

নজরুল ইসলাম খান বলেন, ‘পিআরের মাধ্যমে মানুষ প্রার্থীকে ভোট দেবেন না, দলকে বা প্রতীককে দেবেন। যারা প্রতিনিধি হবেন তাদের দল নির্বাচন করবে, জনগণ না। আমরা কী কখনও জনগণকে জিজ্ঞাসা করেছি যে তারা এটাতে রাজি কি না?’

এসএস