বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত সমঝোতা, কর্মসূচি ও চুক্তির মধ্যে রয়েছে:
দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি
সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত কর্মসূচি
দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা সমঝোতা
বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত যৌথ কার্যদল গঠন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের সমতুল প্রতিষ্ঠান সম্পর্কিত সমঝোতা
বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা
দুই দেশের প্রতিনিধিরা বৈঠকের আগে একান্ত বৈঠকেও বসেন। এই স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে নেয়া উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।