মোট ২১ বার অপারেশন শেষে সুস্থ হয়েছেন নিশি আকতার। বিনামূল্যে চিকিৎসা শেষে ছুটি পেয়ে ডাক্তার ও বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষিকা বলেন, ‘আমার সববাচ্চারা সুস্থ হোক সেই আশা, আমি বাসায় ফিরে যাচ্ছি অন্যরাও বাসায় ফিরে যাক।’
আরও পড়ুন:
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট যুগ্ম পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম জানান, মাইলস্টোন ট্রাজেডিতে ভর্তি হওয়া ৫৭ জনের মধ্যে মারা গেছেন ২০ জন, ছাড়পত্র দেওয়া হয়েছে ১৫ জনকে আর ভর্তি থাকা ২১ জনের সবাই শিশু। যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আগামী এক সপ্তাহের মধ্যে আরও রোগীদের ছাড়পত্র দেওয়া হবে বলে জানান তিনি।