বিতর্কিত উপদেষ্টা প্রত্যাহার ও সরকার দ্রুত পক্ষপাতমুক্ত হোক: সাইফুল হক

ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন
দেশে এখন
0

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করে প্রয়োজনে দক্ষ উপদেষ্টা নিয়োগ দিতে হবে এবং সরকারের মধ্যে থাকা পক্ষপাতদুষ্ট সরকারগুলো অবিলম্বে ভেঙে দিতে হবে।

আজ (সোমবার, ২৫ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে এদিন জুলাই সনদ, জাতীয় নির্বাচনসহ দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন:

সাইফুল হক বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে সংশয় কাটছে না। কিছু রাজনৈতিক দলের উগ্র ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য, সরকারের অকার্যকারিতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে দুর্বলতা—এসব কারণে সংশয় ও সন্দেহ তৈরি হচ্ছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন অনিশ্চিত হলে দেশের নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পাবে। এজন্য সরকারকে দ্রুত পক্ষপাতমুক্ত হতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজন যথাযথ ব্যবস্থা গ্রহণের।’

ইএ