আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
একইসঙ্গে যুগোপযোগী আইন প্রণয়ন, জনবল বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও বন্দিদের সেবার মান বাড়াতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান কারা মহাপরিদর্শক।
তিনি জানান, কারাগার কেন্দ্রীক সংশোধনের ওপর গুরুত্বারোপের জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে মো. মোতাহের হোসেন জানান, বাকি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা চাই কারাগার হোক একটি কারেকশনাল সার্ভিস। এখানে যারা আসবে তারা শুধুই বন্দি হয়ে ফিরে যাবে না, বরং সংশোধিত মানুষ হিসেবে সমাজে ফিরতে পারবে।’
তিনি জানান, এ জন্য কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া তৈরি হয়েছে। এর মাধ্যমে কারা ব্যবস্থাপনায় আধুনিকতা আনা হবে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।