বিবৃতিতে বলা হয়, রাজধানীর বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা অসুবিধার মুখে পড়ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা হয়তো বাসে উঠতে পারছেন; কিন্তু নারী, শিশু ও বয়স্কদের জন্য এটি অনেক কঠিন।
প্রেস উইং আরও জানিয়েছে, ঢাকার যানজটের একটি বড় কারণ হলো অকার্যকর রুটে চলা বাস। এর ফলে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।
প্রেস উইং বলছে, নতুন ব্যবস্থায় সব বাস নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলবে। এর মাধ্যমে রুট শৃঙ্খলা বজায় থাকবে, ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন আরও কার্যকর হবে।