বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সভা সমাবেশ নিষিদ্ধ এলাকায় আরোপিত বিধি নিষেধ অমান্য করে প্রকৌশল শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের বাধা দেয়ার চেষ্টাকালে ৮ পুলিশ সদস্য আহত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় দখল করে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা সমাবেশ করতে থাকে। জনসাধারণের চলাচলকে স্বাভাবিক করতে শাহবাগ মোড়ে সমাবেত শিক্ষার্থীদেরকে রাস্তা ছেড়ে দিতে বারবার অনুরোধ করা হয়। তারপরও তারা রাস্তা বন্ধ করে সমাবেশ অব্যাহত রাখে এবং দুপুর ১টার ৩০ মিনিটের দিকে তারা বেআইনি জনতাবদ্ধভাবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে রওনা করে ডিবিবিএল ফোয়ারার সম্মুখে অবস্থান নেয়।
আরও পড়ুন:
একপর্যায়ে তারা যমুনায় প্রবেশে উদ্যত হলে অবৈধ সমাবেশকে পুলিশ আইনগতভাবে ছত্রভঙ্গ করা হয় বলে উল্লেখ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, এ সময় উচ্ছশৃঙ্খল জনতার মারমুখী আচরণ এবং তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০) আহত হন। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম ও আদিবের অবস্থা গুরুতর। আহত পুলিশ সদস্যরা বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ডিএমপি জানায়, জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এর আগে প্রেস বিজ্ঞপ্তিসহ বিভিন্ন মিডিয়ায় বারবার অনুরোধ করা হয়েছে। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে এরকম কর্মসূচি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আবারও অনুরোধ করেছে ডিএমপি।