মোহাম্মদপুরবাসীর ভোগান্তি কমাতে রাস্তা মেরামত শুরু সিটি করপোরেশনের

মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় রাস্তা মেরামতের কাজ চলছে
দেশে এখন
0

রাজধানীর মোহাম্মদপুর ও এর আশপাশের বাসিন্দাদের জনভোগান্তি কমাতে সড়ক বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে সমন্বয় করে রাস্তা মেরামতের কাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তার খানাখন্দ ও গর্ত মেরামত কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি। 

তিনি আরো জানান, বিগত ৬ মাস ধরে ধারাবাহিকভাবে মোহাম্মদপুরে কাজ করে যাচ্ছে সিটি করপোরেশন।

আরও পড়ুন:

মোহাম্মদ এজাজ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর এখানকার ঠিকাদাররা পালিয়ে যাওয়ায় সড়কে স্থবিরতা চলে আসলেও সিটি করপোরেশনের প্রচেষ্টায় বর্তমানে সড়ক যান চলাচলের উপযুক্ত হয়েছে।’ 

এসময় তিনি আরও বলেন, ‘এই এলাকার জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বসিলা ব্রিজ পর্যন্ত সড়কের কাজ দ্রুতই সম্পন্ন করা হবে।’

এসএইচ