এছাড়া আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় আগামীকাল (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘রংপুরের ঘটনায় এরই মধ্যে জিডি হয়েছে। তারা আসামিকে খোঁজার চেষ্টা করছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। আগামীকাল আমি একটা তদন্ত কমিটি করব।’
এর আগে রাতে দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে ফাওজুল কবির বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এর জন্য পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবেন।’
আরও পড়ুন:
এর আগে আজ দুপুর দেড়টার দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। আন্দোলনকারীদের দাবি, পুলিশের হামলায় কমপক্ষে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদের বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।