জানা যায়, 'শান্তিপূর্ণ' মিছিলে পিছন থেকে 'জাপা ও লীগের সন্ত্রাসীদের' হামলার প্রতিবাদে মশাল মিছিলের পর জাতীয় পার্টির অফিসের পাশের সড়কে বিক্ষোভ করতে থাকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
এসময় সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলাবাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক পর্যায়ে সংবাদ সম্মেলনের জন্য নিজেদের কার্যালয়ের দিকে যাওয়ার পথে বিনা উস্কানিতে গণঅধিকারের নেতাকর্মীদের ওপর হামলা করে আইনশৃঙ্খলাবাহিনী। এসময় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে সংবাদ সম্মেলনে উপস্থিত নুর ও অন্যান্য নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে নুরসহ আহত হয় বেশ কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক। নুরকে চিকিৎসার জন্য কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।