উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাধারণ সভা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাধারণ সভা
দেশে এখন
0

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা, থানা ও সমমানের নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ৩০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ সভা হয়।

সভায় কর্মকর্তারা নির্বাচনী প্রস্তুতি, মাঠ পর্যায়ে সমন্বয়, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে প্রযুক্তি ব্যবহার, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন:

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা হবে এবং জনগণের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

এসএস