জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহবান ড. মাহদী আমিনের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন
রাজনীতি
দেশে এখন
0

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। আজ (শনিবার,৩০ আগস্ট) সকালে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে ২৪ এর গণঅভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ আহবান জানান তিনি।

ড. মাহদী আমিন বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া। তাই এখন সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন।’

আরও পড়ুন:

এসময় দেশে আর আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না উল্লেখ করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘জাতীয় পার্টির যেকোনো অপচেষ্টা দমন করা হবে।’

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা জুলাই বিপ্লবে সাহসী সাংবাদিকদের সম্মাননা তুলে দেন।

এফএস