আজ (রোববার, ৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পাটের ব্যাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।
দীর্ঘ সময় পর হলেও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে এসেছে পাটের ব্যাগ। এতদিন ধরে ক্রেতা বিক্রেতারাদের অভিযোগ ছিল, কম খরচে সহজ বিকল্প না থাকায় তারা পলিথিন ব্যাগ ব্যবহার করছেন।
আরও পড়ুন:
তবে এবার ২০ টাকা থেকে ৯০ টাকায় ক্রেতারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে পাবেন পাটের ব্যাগ। ঢাকার পর চট্টগ্রাম সিটি করপোরেশনেও এই উদ্যোগ নেয়া হবে। এরপর ধীরে ধীরে সারা দেশে সরবরাহ করা হবে পাটের ব্যাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাটের ব্যাগের বহু ব্যবহারের কথা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। একই সঙ্গে কেউ পথিলিন ব্যাগ ব্যবহার করলে তা বাজেয়াপ্তের কথাও জানান পরিবেশগত উপদেষ্টা।
গত ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে নিষিদ্ধ করা হয় পলিথিন ব্যাগ। আগে ২০০২ আরও একবার পলিথিন নিষিদ্ধ করা হয়েছে দেশে। তারপরেও গত দুই দশকে দেশে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বাড়তে দেখা গেছে।
অনেকেই বলছেন, উৎপাদন পর্যায়ে পলিথিন বন্ধ না করলে এর ব্যবহার রোধ করা সম্ভব নয়।