জাতীয় পার্টির মাধ্যমে আ. লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: উপদেষ্টা আসিফ

হাসপাতালে নুরকে দেখতে উপদেষ্টা আসিফ মাহমুদ
দেশে এখন
0

রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (রোববার, ৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি এ হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত এবং নুরুল হকের উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথা পুনরায় উল্লেখ করেন। সেই সঙ্গে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি, বিগত সময়ে আওয়ামী লীগের এ ফ্যাসিবাদী সংসদকে তারা বারবার বৈধতা দিয়েছে। কীভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে তারা একটি কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘যেসব ফ্যাসিবাদী শক্তিরা এখনো নানা ফরম্যাটে তাদের শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দের ওপর তাদের পরাজিত হওয়ার আক্রোশ মেটানোর চেষ্টা করছেন তাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিতে চাই।’

উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে নুরের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হবে।

তিনি বলেন, ‘কারা রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদী শক্তিকে সেবা দিয়ে যাচ্ছে সরকার সেটা খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একইসাথে জনগণও রুখে দাঁড়াবে বলে মনে করেন তিনি।’

নুরুল হক নূরের সমাবেশকে মব আখ্যা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি—এটা আগে বুঝতে হবে। একটা নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে মব হতে পারে?’

সম্মেলনে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।—বিবিসি

ইএ