ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেন চলতি বছরের ২০ জানুয়ারি অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারির দায়িত্ব পান। এর আগে, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডারের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া সিনিয়র ফরেন সার্ভিসের কর্মকর্তা হিসেবে ক্রিস্টেনসেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন।
২০০২ সালে ফরেন সার্ভিসে যোগ দেয়ার আগে হিউস্টন ও নিউইয়র্ক সিটিতে ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করতেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ ফ্লোরিডার সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।