দুর্গাপূজায় সারাদেশে নিরাপত্তা জোরদার, প্রায় ৩৩ হাজার মণ্ডপ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম
দেশে এখন
1

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সভায় এ তথ্য জানান তিনি। সভায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

তিনি আরও বলেন, ‘অন্যান্য বছর যেমন শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়েছে, এবারও তা হবে। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন থাকবে। কিছু মণ্ডপে পুলিশ সদস্যও দায়িত্বে থাকবেন।’

আরও পড়ুন:

উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। যেকোনো ঘটনা ঘটলে ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে তা জানাতে পারবেন এবং দ্রুত প্রতিকার পাওয়া যাবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পূজার সময়ে গাজা বা মদের আড্ডা বন্ধ থাকবে। তবে পূজা কমিটির অনুমোদন নিয়ে অন্যান্য দোকান বসতে পারবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন থাকবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার আগে বিসর্জন শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেননি। তিনি বলেন, ‘দুস্কৃতিকারীরা সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করবে, তবে তার প্রতিকার আমাদের দায়িত্ব।’

এসএইচ