মব সহিংসতা দমনে কঠোর হবে সেনাবাহিনী: সেনাসদর

মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম
দেশে এখন
0

কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না, আর মব সহিংসতা দমনে সেনাবাহিনী কঠোর ভূমিকা নেবে বলে জানিয়েছে সেনাসদর। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে এ সতর্কবার্তা দেয়া হয়।

সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘আসন্ন ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে  প্রোপাগান্ডা চালাচ্ছে। সেনাবাহিনী আশা করছে, নির্বাচন সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, যার মাধ্যমে গণতন্ত্রের পথ আরও সুগম হবে।’

আরও পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে  মো. শফিকুল ইসলাম জানান, নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশে তারা দায়িত্ব পালন করবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী নিয়ে মিথ্যাচার ও গুজব ছড়ানোর বিষয়েও বক্তব্য দেন তিনি। তিনি বলেন, ‘বাহিনী দেশের সম্পদ, তাই ভেতর বা বাইরে থেকে মিথ্যাচার চালানো হলে সরকার ব্যবস্থা নেবে এবং জনগণও এর জবাব দেবে।’

এছাড়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নিষিদ্ধ দলের মিছিলসহ বিভিন্ন কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসএইচ