আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এসব নিশ্চিত করেন। বর্তমানে ১২ কোটি ৬১ লাখ ভোটার সংখ্যা বিবেচনা ৬৪ জেলাকে ১০ টি অঞ্চলে ভাগ করার কথা জানান তিনি।
যেখানে পুরুষ ও মহিলাদের জন্য মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৪৬টি প্রস্তাব করা হয়েছে। এর ওপর দাবি আপত্তি গ্রহণের সুযোগ থাকছে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১২ অক্টোবর।
একইসঙ্গে খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত হবে ২০ অক্টোবর বলেও জানান তিনি। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের ২৫ দিন পূর্বে ভোটকেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার বিধান রয়েছে।