আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের গুরুত্বপূর্ণ রেল পরিবহন ব্যবস্থাকে সমৃদ্ধ করত এ কারখানাগুলোর সক্ষমতা বাড়াতে হবে জানিয়ে দ্রুততম সময়ে দক্ষ জনবলন নিয়োগের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
আরও পড়ুন:
এছাড়া উৎপাদন বাড়াতে প্রয়োজনে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এসময় শেখ মইনউদ্দিন বলেন, ‘সৈয়দপুর রেল কারখানার ভেতরে আরেকটি উপকারখানা নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। যা বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে।’