এদিকে, কানাডা থেকেও প্রবাসীরা এবার ভোট দেয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। তারা বলছেন, সরকারের অভূতপূর্ব এই উদ্যোগ রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান আরও বাড়িয়েছে।
আরও পড়ুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের আরও কয়েকটি দেশের মতো কানাডা থেকেও ভোট দেয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন প্রদেশে বসবাসকারী বাঙালিরা। এই সুযোগ করে দেয়ার জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারা।
গণমাধ্যমে বক্তব্যে তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। যাদের আদালত ফেরারি ঘোষণা করবে, তারা ভোটে অংশ নিতে পারবেন না।
অন্তত ৪০টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। দেশের উন্নতিতে রেমিট্যান্স পাঠিয়ে সর্বাত্মক সহযোগিতা করেন তারা।
গেলো বছর গণঅভ্যুত্থানেও অগ্রণী ভূমিকা রাখেন প্রবাসীরা। তাদের প্রতি এই সম্মান দেখানো অত্যন্ত গৌরবের বলছেন সবাই।