তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব, স্বাস্থ্যের খবর জানালেন তার ভাতিজি

তোফায়েল আহমেদ
দেশে এখন
0

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ মারা যাওয়ার সংবাদটি সত্য নয়। তোফায়েল আহমেদ ভালো আছেন বলে জানিয়েছেন তার ভাতিজি শামীমা আক্তার। গতকাল (শনিবার, ৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

শামীমা আক্তার বলেন, ‘তোফায়েল আহমেদ চোখ খুলে তাকিয়েছেন। আমরা তার অবস্থা দেখে বাসায় চলে যাচ্ছি।’

এর আগে, শনিবার রাত ৯টার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে তার মৃত্যুর বিষয়ে গুজব ছড়িয়ে পড়ে। খবর শুনে তোফায়েল আহমেদের স্বজনরা হাসপাতালে ভিড় করেন।

তোফায়েল আহমেদ ভোলা-১ আসন থেকে ৯ বার সংসদ সদস্য হয়েছেন। এছাড়া বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ইএ