জুলাই আহতদের সৃজনশীলতার ট্রেইনিং দেবে বিসিটিআই

সৃজনশীলতার ট্রেইনিংয়ের কার্যক্রম
দেশে এখন
0

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সৃজনশীলতার ওপর ট্রেইনিং দেবে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)। তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের ঘোষণার পর প্রস্তুত করেছে দক্ষতা বৃদ্ধি বিষয়ক কোর্স। আজ (শনিবার, ১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘আমাদের কাজ চলচ্চিত্র নির্মাণের জন্য কলাকুশলীদের মাধ্যমে আগ্রহীদের প্রশিক্ষণ দেয়া। এবার আমরা আহত জুলাই যোদ্ধাদের মধ্যে আগ্রহী ২০০ জনকে সরকারিভাবে বিনামূল্যে দুই পর্বে চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিব।’

তিনি বলেন, ‘তবে আমাদের ইনস্টিটিউটে এখনো থাকার ব্যবস্থা নাই। তাই প্রশিক্ষণগুলো অনাবাসিক হবে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রতিটি কোর্সের মেয়াদ মোট চার সপ্তাহ। আগামী সপ্তাহে শুরু করতে চাই। ৪ সপ্তাহ করে দুইবারে মোট ২০০ জন। কোন কোর্সের মেয়াদ ৫ সপ্তাহ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।’

আরও পড়ুন:

তিনি আরও জানান, এ দফায় মোট ৫টি বিষয়ে প্রশিক্ষণ হবে। কোর্সগুলো হলো বেসিক ফিল্ম কোর্স-২০ জন, চলচ্চিত্র সম্পাদনা কোর্স-২০ জন, সেট ডিজাইন কোর্স-২০ জন, চিত্রনাট্য লিখন কোর্স-২০ জন, প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স-২০ জন। প্রতিটি কোর্স মাসে একবার করে মোট দু’বার হবে।

ভর্তি হওয়ার জন্য এইচএসসি পাশের সনদ, জাতীয় পরিচয়পত্র, জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতিপত্র ও ছবি লাগবে। উল্লেখ্য এরই মধ্যে জুলাই আহতদের তালিকা থেকে প্রশিক্ষণার্থীদের নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

সেজু