শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন
দেশে এখন
7

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়া আরও ৮টি ইউনিট বিমানবন্দরের পথে।

ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। বিমানবন্দরের সকল ফ্লাইট চলাচল বর্তমানে স্থগিত রয়েছে বলে জানা যায়। এছাড়া, কার্গো সেকশনের ভেতরে কাপড় ও ক্যামিকেল থাকায় আগুন নিয়ন্ত্রণ কষ্টসাধ্য হয়ে ওঠছে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বেবিচকের পাবলিক রিলেশন অফিসার কাওসার মাহমুদ বলেন, ‘বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। ফ্লাইট চলাচলে আপাতত কোন প্রতিবন্ধকতা নেই।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। এর সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনীও।

সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ইএ