আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক উন্নীতকরণ কমিটির সভাপতি এয়ার কমোডর মো. নুর-ই-আলম মুঠোফোনে এখন টিভিকে জানিয়েছেন, বিমান ও পরিবহন উপদেষ্টার মৌখিক নির্দেশে আপাতত এ সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। প্রজ্ঞাপন এ বিষয়ে রোববার জারি করা হতে পারে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছিল।





