প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি তৃতীয় দিনে; প্রজ্ঞাপন চেয়ে অবস্থান অব্যাহত

শহিদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচী
দেশে এখন
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি তৃতীয় দিনে গড়িয়েছে। আজ (সোমবার, ১০ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে স্লোগান ও বিক্ষোভে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা জানান, ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি পূরণে সোমবার বিকেল ৫টায় তাদের একটি প্রতিনিধিদল অর্থ সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলেও তারা জানিয়েছেন।

আরও পড়ুন:

শিক্ষকরা অভিযোগ করেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের প্রতি সরকারের অবহেলা দিন দিন বাড়ছে। ফলে অনেক মেধাবী ব্যক্তি এ পেশায় স্থায়ী হতে আগ্রহ হারাচ্ছেন। তারা বলেন, শিক্ষকতার মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এখনই পদক্ষেপ নিতে হবে।

ইএ