‘রাস্তা আটকে চলাচল’ করা গাজীপুরের সেই পুলিশ কমিশনারকে সাময়িক বরখাস্ত

জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান
দেশে এখন
1

সাধারণ মানুষের চলাচলের ‘রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত’ করার ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর আলোচনায় আসা গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গত সেপ্টেম্বরে তাকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়।

আজ (সোমবার, ১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে দেয়া এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এতে বলা হয়েছে, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

রবখাস্তের প্রজ্ঞাপন |ছবি: সংগৃহীত

সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এসএস